সময়ের দরজা
সময়ের দরজা
সাগর আল হেলাল
সময়ের পেছন দরজা খোলা রেখে
কোন সাফল্যের পথে যেতে চাও তুমি,
মায়ের মর্যাদা নিয়ে মাটি মাতৃভূমি-
স্মৃতিটুকু সামনে রাখে পতাকা দেখে;
সময়কে সাথে নিয়ে যেতে পারো যদি,
সাফল্য সাথী হয়ে রবে মৃত্যু অবধি।
-
২৩.১২.২০২২
Labels
ছড়ালিখি
Post A Comment
No comments :