টাইটেল

[কবিতালিখি][bleft]

সামারি

[কবিতালিখি][bsummary]

ছবিদেখি

[ছবিদেখি][threecolumns]

যাতনা কাহারে বলে

 



১. জল বিহনে মরা

পদ্মা গাঙে হাঁটু পানি
তিস্তা খা খা করে,
ধলেশ্বরী রক্তে ভাসা
প্রাণ পিপাসায় মরে।

ইছামতীর খুব দুর্গতি
দেখতে মনে হয় অসতী;

মেঘনা বাঁচে কোন্ আশাতে
যমুনাতে চড়া,
নদী ঘেরা সোনার দেশে
জল বিহনে মরা!


 

২. ডিজিটালি

সোনার বাংলা নেইতো সোনার
বদলে গেছে হাল,
ভরসা শুধু মেক-আপ বক্সের
লাল রয়েছে গাল।

রাস্তা-ঘাটের বেহাল দশা
ইট সুড়কীর খাল,
জল জমেছে বিশ্ব রোডে
কই মাছে দেয় ফাল!

ধানের গোলা চাঙ্গে তোলা
খাই বাজারের চাল,
মুখে কুলুপ আঁটা- হই না
যতোই নাজেহাল।

সারা বছর কলেজ বন্ধ
পরীক্ষায় গোলমাল,
রেজাল্ট বেরোয় ইন্টারনেটে
দেশটা ডিজিটাল!
-
 



Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

1 comment :


ছড়ালিখি

[ছড়ালিখি][list]

দুই লাইনের কবিতা

[ছড়ালিখি][twocolumns]