দুই লাইনের লাভ লেটার
দুই লাইনের লাভ লেটার
এক.
চোখের নদীতে ভাসে কস্টের তরী
তবুও ইচ্ছে তোমার প্রেমেতেই মরি।
-
দুই.
গণতন্ত্রের উপর অভিমান করে
ব্যালট পেপার ঘুমায় লাশ ঘরে।
-
গুমের অভিযান বিপক্ষের বাড়ি বড়ি,
বিতরণ কার্যক্রম যেনো বিধবার শাড়ি।
-
চার.
সন্ধ্যেরা রাগ করে আঁধারে হারায়
তুমি রাগ করে গেলে অন্য পাড়ায়!
-
পাঁচ.
করুণ সুরে বাজে যদি রাতের বাঁশি
রাত পোহালেও চন্দ্র হাসে মধুর হাসি।
-
ছয়.
যে পারে না সইতে চাঁদের রাগ
জোটে না কপালে অনুরাগ।
-
সাত.
বাতাস যদি গোস্বা করে আছে ভয়
গ্রীষ্মকালে ভালো থাকা সহজ নয়।
-
আট.
বাজারের খবর শুনে করি হার্টফেল
আবার ক্ষমতায় আসবে রাইফেল।
-
নয়.
আঙ্গুলেই পরতে হয় আংটি
মানে না এ কথা বুড়ো আন্টি।
-
দশ.
প্রজা চাই না, রাজ্য চাই শাসনে,
আমিই থাকবো রাজার আসনে।
-
----------------
আলি সাগর
২১.১২.২০২২
Labels
ছড়ালিখি
good
ReplyDelete